পাবনা এডওয়ার্ড কলেজে মেডিকেল সেন্টার ও স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন

পাবনা প্রতিনিধি
শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মেডিকেল সেন্টার ও স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই সেন্টারের মাধ্যমে কলেজের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ পাবেন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেডিকেল সেন্টার ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
বক্তারা বলেন, ১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এডওয়ার্ড কলেজ। এখানে অনেক আগেই এই ধরনের সেবা থাকার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সেটা হয়নি। কলেজ কর্তৃপক্ষ আজকে সেটা শুরু করলেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
What's Your Reaction?






