২৪ ঘণ্টার মধ্যে এসআই সাজ্জাদুরকে গ্রেপ্তারে জুলাই শহিদ পরিবার ও আহতদের আল্টিমেটাম

Aug 19, 2025 - 22:42
 0  2
২৪ ঘণ্টার মধ্যে এসআই সাজ্জাদুরকে গ্রেপ্তারে জুলাই শহিদ পরিবার ও আহতদের আল্টিমেটাম
ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিন প্রাপ্ত যাত্রীবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তারসহ বেশ কিছু দাবি জানিয়েছে জুলাই শহিদ পরিবার ও আহতরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সচিবালয়ের সামনে শহিদ ইমামের ভাই রবিউল আউয়াল এসব দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিন প্রাপ্ত যাত্রীবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তার করতে হবে। এই এসআইকে জামিন দেয়ার কারণে নিন্ম আদালতের ২১ নম্বর কোর্টের দুইজন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে। এ ছাড়াও আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করতে হবে। 

এই দাবিগুলো না মানলে আগামী রোববার থেকে সচিবালয় অথবা যমুনা ঘেরাও করা হবে, এমন হুঁশিয়ারি দিয়ে আজকের মত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শহিদ ইমামের ভাই রবিউল আউয়াল।

এর আগে বেলা সোয়া ১১টায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন জুলাই শহিদ পরিবার ও আহতরা। পরে দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন তারা। ফলে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জুলাই শহিদ পরিবার ও আহতরা অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow