জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই : আসিফ নজরুল

Aug 19, 2025 - 22:48
 0  3
জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই : আসিফ নজরুল
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় আসামি পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। 

আসিফ নজরুল বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করবে।

এদিকে জুলাই হত্যা মামলার আসামির জামিন হওয়ায় আজ সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্য এবং আহতদের স্বজনরা। সেখানে তারা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow