পর্যটক কম সেন্টমার্টিনে, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
সীমিত পরিসরে পর্যটক যাতায়াত শুরু হলেও তা নিয়ে খুশি নয় সেন্টমার্টিনের মানুষ। তাদের দাবি আশানুরূপ পর্যটক সমাগম না হওয়ায় এই ভরা মৌসুমেও ৮০ শতাংশ ব্যবসা লোকসানের মুখে। পর্যটননির্ভর অনেকের হাতেই কাজ নেই। ফলে আর্থিক সংকট কাটছে না দ্বীপবাসির।
সেন্টমার্টিন দ্বীপের শুঁটকি ব্যবসায়ী আবু তাহের। পর্যটনের ভরা মৌসুমেও দোকানে নেই বেচাকেনা। তাই পার করছেন অলস সময়। জানান, গেল মৌসুমে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করলেও এবার তা ৫ হাজারের কম।
একই অবস্থা পুরো দ্বীপে। নীল জলরাশি উপভোগ করার মতো সৈকতের কিটকট চেয়ারে নেই পর্যটক। দ্বীপের রিকশাওয়ালা থেকে শুরু করে ছোট বড় সব ব্যবসায়ী ও দোকানদার পার করছেন চরম দুঃসময়।
সীমিত পরিসরে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু হলেও তা আশানুরূপ নয় বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, ভরা মৌসুমে পর্যটক না থাকায় ৮০ শতাংশ ব্যবসা লোকসানের মুখে।
দ্বীপের পর্যটন মৌসুম ৫ মাস থেকে কমে ২ মাস হওয়ায় বর্ষায় আর্থিক সংকটের আশংকা করছেন হোটেল ব্যবসায়ীরা। তারা বলছেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে পর্যটকশূন্য হয়ে যাবে দ্বীপ।
পর্যটননির্ভর সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিতসহ অন্যান্য সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার অনুরোধ দ্বীপবাসীর।
What's Your Reaction?