বন্ধ নভোথিয়েটার-সামরিক জাদুঘর, জিয়া উদ্যানে মানুষের ঢল

Mar 31, 2025 - 18:43
 0  13
বন্ধ নভোথিয়েটার-সামরিক জাদুঘর, জিয়া উদ্যানে মানুষের ঢল
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্ধ রয়েছে রাজধানীর সামরিক জাদুঘর ও নভোথিয়েটার। ফলে ঈদের দিন বিকেলে এসব স্থানে ঘুরতে আসা দর্শনার্থীরা বিপাকে পড়েছেন। এদিকে, পাশাপাশি জিয়া উদ্যানের অবস্থান হওয়ায় অনেকেই পরিবার-প্রিয়জন নিয়ে সেখানে ভিড় জমাচ্ছেন।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, নভোথিয়েটার এবং জিয়া উদ্যান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিকাল ৩টা থেকেই সিএনজি, প্রাইভেট কার, বাইক, রিকশাযোগে রাজধানীর সামরিক জাদুঘর এবং নভোথিয়েটারের সামনে ভিড় জমাতে থাকেন অনেকে। কিন্তু এ দুই দর্শনীয় স্থান বন্ধ থাকায় অনেকেই সামরিক জাদুঘরের সামনে প্রিয়জনের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন। কেউ কেউ ব্যস্ত সময় পার করেন ছবি তুলে।

পরিবার নিয়ে সামরিক জাদুঘরে ঘুরতে আসা মুরাদ হুসাইন বলেন, ঈদে গ্রামে যাওয়া হয়নি, পরিবার নিয়ে ঢাকাতেই ঈদ করছি। বিকেলে ঘুরতে আসলাম সামরিক জাদুঘরে, ভেবেছিলাম নভোথিয়েটারেও ঘুরে যাবো, কিন্তু দুটো জায়গাই আজ নাকি বন্ধ। তাই জিয়া উদ্যানে যাচ্ছি।

স্ত্রীকে নিয়ে নভোথিয়েটারে ঘুরতে এসেছেন আকবর হাসান। তিনি বলেন, বাসা থেকে বের হয়েছি নভোথিয়েটার দেখব বলে, এখন শুনি বন্ধ, তাই এখন বাইরে থেকে দেখছি, ছবি তুলছি।

রেহনুমা বেগম নামের এক দর্শনার্থী বলেন, আমি সংসদ ভবন দেখতে এসেছিলাম, পরে জিয়া উদ্যান ঘুরে গেলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow