মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান : ওয়াইসি

Jan 5, 2026 - 18:57
 0  3
মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান : ওয়াইসি
ছবি : সংগৃহীত

'দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক'। ভারতে বসবাসরত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বিতাড়নের ইস্যুতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদি সরকারকে এক হাত নিলেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। শনিবার (৩ জানুয়ারি) মুম্বাইয়ের এক সভা থেকে এই মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে ওয়াইসি বলেন, 'দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে তার দেশে ফেরত পাঠানো হোক'। মহারাষ্ট্র ও মুম্বাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াইসির এই আক্রমণাত্মক বক্তব্য এখন আলোচনার কেন্দ্রে।

ওয়াইসি তার বক্তব্যে বিজেপি সরকারের ‘বাংলাদেশি বিতাড়ন’ নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রায়ই মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলোতে সাধারণ বাংলাভাষী মানুষদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে হয়রানি করছে।

এ প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, 'মহারাষ্ট্রের মানুষকে বলা হচ্ছে, বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দিল্লিতে বসে থাকা আপনার সেই ‘বোন’ শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না? তাকেও বাংলাদেশে পৌঁছে দিন'।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে ওয়াইসি স্লোগান তুলে বলেন, 'হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ‘নারায়ে তাকবির’ ধ্বনি দিন'। এর জবাবে জনতা সম্মিলিতভাবে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকেই তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। ওয়াইসি এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছিলেন যে, সাধারণ মানুষদের যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে ক্ষমতাচ্যুত একজন নেত্রীকে কোন যুক্তিতে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে।

শনিবারের দীর্ঘ প্রায় এক ঘণ্টার জ্বালাময়ী বক্তব্যে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন আগ্রাসন থেকে আইপিএল থেকে মুস্তাফিজকে বিতরণসহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন ওয়াইসি।

তিনি বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যেতে পারে ,যদি সৌদি আরব ইয়েমেনের মাটিতে গিয়ে হামলা চালাতে পারে, তাহলে তা হলে ভারত কেন পাকিস্তান থেকে ২৬/১১ মুম্বাইয়ের হামলার মূলচক্রীদের ধরে আনতে পারে না? মার্কিন যুক্তরাষ্ট্র পারলে ভারত পারছে না কেন'?

সভামঞ্চ থেকে তিনি বলেন, 'আপনারা সবাই জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গিয়েছে। তাকে তার দেশ থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে'। ওয়াইসির প্রশ্ন, যদি মার্কিন প্রেসিডেন্ট এমনটা করতে পারেন, তা হলে ভারতের প্রধানমন্ত্রী কেন পাকিস্তানে গিয়ে ২৬/১১ হামলার মূলচক্রীদের ধরে আনতে পারছেন না? মসুদ আজহর এবং লস্কর-ই-তইবার অন্যান্য জঙ্গিদের নামও উল্লেখ করেন। ওয়াইসির দাবি, সেনা পাঠিয়ে হলেও এই কাজটা করা উচিত।

বক্তব্যের একপর্যায়ে তিনি ব্যঙ্গের সুরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'ট্রাম্প যদি পারেন, মোদিজি, আপনিও কম নন। ট্রাম্প যদি পারেন, তাহলে আপনাকেও তা করতে হবে। কারণ মোদিজি বলেছিলেন 'আপকি বার, ট্রাম্প কা সরকার। প্রধানমন্ত্রীজি আপনার তো ৫৬ ইঞ্চি বুকের ছাতি।' ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিক্ষা নিতেও বলেন।

ওয়েইসির এই মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ১০ জন জঙ্গি শহরের একাধিক জায়গায় হামলা চালায়। টানা কয়েকদিন ধরে চলে সন্ত্রাস। প্রায় ১৭০ জনের মৃত্যু হয়। আহত হন ৩০০ জনের বেশি। ভারতের ইতিহাসে এটি অন্যতম ভয়ংকর সন্ত্রাসবাদী হামলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow