রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

Oct 10, 2025 - 20:52
 0  3
রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ
ছবি : সংগৃহীত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন বামপন্থী ছাত্র সংগঠন মনোনীত প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, 'রাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বর জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ও ইসলামি ছাত্রশিবির মনোনীত প্যানেলের কাছে সরবরাহ করেছে। এর পর থেকেই শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণামূলক বার্তা ও কল আসছে। যা শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার এক গুরুতর লঙ্ঘন।'

এ সময় গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ এ ঘটনার নিন্দা জানিয়ে কয়েকটি দাবি করেন। তাদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজ থেকে অনুমোদিত সরবরাহের দায় বিশ্ববিদ্যালয়ের প্রসাসনকে শিকার করতে হবে, সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সাইবার স্পেস সুরক্ষার জন্য এবং কার্যকরী সাইবার সেল গঠন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow