রাহাত ফতেহ আলীর কনসার্টে টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

Dec 17, 2024 - 16:59
 0  1
রাহাত ফতেহ আলীর কনসার্টে টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ঢাকায় কনসার্টে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে “ইকোস অব রেভল্যুশন” শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহিদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা “জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন”-এ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছে আযোজক প্ল্যাটফর্ম “স্পিরিটস অব জুলাই”।

এদিকে কনসার্টটিকে ঘিরে একের পর এক সুসংবাদ আসছে। ভেন্যু ভাড়া মওকুফের পর জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট কেনায় শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছিলেন আয়োজকেরা। এবার জানা গেল, এই কনসার্টটিরে আয়োজনের দিনে অর্থাৎ ২১ ডিসেম্বর যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।  দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই ৪টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

এছাড়াও জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে সেনানিবাসের জাহাঙ্গীরগেট ও জিয়া কলোনি গেট।

উল্লেখ্য, কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow