সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা : বার সভাপতি

Dec 26, 2024 - 16:48
 0  1
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা : বার সভাপতি
সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : সংগৃহীত

মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে দেখছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পতিত সরকারের কাজ। তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ নষ্ট করতেই এই স্যাবোটাজ (নাশকতা)। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে নজিরবিহীন বিচার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, পতিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অবশ্যই অফিশিয়াল নথিতে আছে। সেগুলো যাতে কোনোরকম সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন না করা যায়, সে জন্য হয়তো তারা (আওয়ামী লীগ) বা তাদের দোসরা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে।

এ সময় সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, কোনোভাবে সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ক্ষতিগ্রস্ত হলে বিচার বিভাগের পাশাপাশি দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে লাখ লাখ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

উল্লেখ্য, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটের দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়ার পর মো. সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটার সোহানুজ্জামানের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন।

অন্যদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow