সাদপন্থীদের বিশ্ব ইজতেমা করতে না দেয়ার ঘোষণা
তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে তাবলীগ জামাতের অপর গ্রুপ শুরায়ে নেজামী (মাওলানা জুবায়ের পন্থীরা)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই ঘোষণা দেন তারা।
অনেকদিন ধরেই মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ঢাকার টঙ্গীসহ দেশের কোথাও ইজতেমা করতে না দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন মাওলানা জোবায়ের আহমদের অনুসারীরা। তাদের দাবি, সাদপন্থীরা তাবলিগ জামাতের নামে কার্যক্রম পরিচালনা করলেও আসলে তারা তাবলিগ নয়।
তবে তাবলিগের এই দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার আগামী এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে বলেও জানিয়েছিলেন জোবায়েরপন্থীরা।
What's Your Reaction?