স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় সময় গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে দুটি কন্টেইনারে ধাক্কা দেয় এবং মিজানকে আঘাত করে। আঘাতে সে রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদ্রিদ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়ির চালক দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত মিজানুর রাহমান (২৮) দুই বছর ধরে মাদ্রিদে বসবাস করছেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার টেংরাবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে। তার এই অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?