আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফরিদা পারভীন

Jul 9, 2025 - 18:06
 0  3
আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফরিদা পারভীন
ছবি : সংগৃহীত

কিডনি ও ডায়াবেটিস সমস্যায় অনেক দিন ধরেই ভুগছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। সম্প্রতি অসুস্থ হয়ে গত কয়েক দিন ধরে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তবে তার ছেলে ইমাম জাফর নোমানী জানিয়েছেন, আগের চেয়ে বর্তমানে কিছুটা ভালো আছেন এই গুণী শিল্পী।

মায়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’ 

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা জানিয়ে হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিক্যাল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি।

এখনো তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভীন নিজে নিজে তাকিয়েছেন। হাত-পা নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। এর আগে হঠাৎ করেই গত ৭ জুলাই রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সোশ্যালে।

এ নিয়ে শিল্পীর পরিবারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। এমন খবর প্রচার থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়। 

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow