কবি হেলাল হাফিজের জানাজা সম্পন্ন
কবি হেলাল হাফিজের দুটি জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে প্রথম অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনরা জানাজায় অংশ নেন।
এরপর বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় কবির পরিবার, ভক্ত-অনুরাগী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই দিন মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তাকে দাফন করার কথা রয়েছে।
এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুপার হোম নামে শাহবাগের একটি হোস্টেলে মারা যান কবি হেলাল হাফিজ। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।
হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।
২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
What's Your Reaction?