ডিপ্লোমা-বিএসসি ইঞ্জিনিয়ারদের সমস্যা জটিল নয়, সহজেই সমাধান সম্ভব : জনপ্রশাসন সচিব

ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে ইস্যুকে কোনো জটিল সমস্যা হিসেবে দেখছেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান। তিনি বলেছেন, বিষয়টি সমাধানযোগ্য। বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
জনপ্রশাসন সচিব বলেন, ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের প্রস্তাব নিজ মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে যদি পাঠিয়ে দেয়, তাহলে সচিব কমিটি কিংবা সংশ্লিষ্ট যেসব কমিটি আছে তারা ইতিবাচকভাবে অগ্রাধিকার দিয়ে দেখবে।
তিনি জানান, বিষয়গুলোর সাথে পিএসসি, জনপ্রশাসন, ক্যাবিনেট, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত। এদের সবার সঙ্গে বসে সচিব কমিটির মিটিংয়ে বিষয়গুলো তুললেই সমাধান হবে। একটি-দুটি মিটিংয়ের মাধ্যমেই সমাধান সম্ভব, জটিল কোনো বিষয় না।
ড. মো. মোখলেসুর রহমান আরও বলেন, ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার সবাই সরকারের। তাদের প্রস্তাব সমাধান করার জন্য প্রস্তুত আছেন। এর জন্য রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, এটা বিচক্ষণ কাজ নয়। আন্দোলনকারীদের যে প্রস্তাব সেটি মন্ত্রণালয়ের মাধ্যমে জানালেই সচিব কমিটির মিটিংয়ে সমাধান হয়ে যাবে।
What's Your Reaction?






