কেন আর বিয়ের ইচ্ছা নেই, যা বললেন শাবনূর

Dec 17, 2024 - 16:54
 0  1
কেন আর বিয়ের ইচ্ছা নেই, যা বললেন শাবনূর
চিত্রনায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ৪৬ বছরে পা দিয়েছেন তিনি, জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে। রুপালী পর্দায় নিজের দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু বছর ধরে। যদিও এখন আর আগের মতো তাকে পর্দায় দেখা যায় না, তবে শাবনূরের অভিনয় এখনো অনেকের কাছে আদর্শ। বর্তমানে প্রজন্মের ঢাকাই নায়িকাদের কাছে শাবনূর আজও এক আইডল।

৪৬ তম জন্মদিনে তাকে স্মরণ করছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী। সামাজিক মাধ্যমেও তার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। এদিন জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সামনে এসেছিলেন শাবনূর। তবে অন্যান্য বছরগুলোর তুলনায় এবার তার কথা ছিল বেশ পরিবর্তিত। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই অভিনেত্রী বেশ কিছু আক্ষেপের কথা শেয়ার করেছেন। তাহলে কি এখন আর সুখে নেই শাবনূর ?

শাবনূরের ব্যক্তিগত জীবন ছিল অনেক চড়াই-উতরাইয়ের। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা আমার ওপর এসেছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় অতটা করতে হয়নি। প্রথম ছবি ‘চাঁদনী রাতে’র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, নায়ক সালমান শাহ, নায়ক রিয়াজ, ফেরদৌস, এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা/আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, কী ফেস করতে হয়নি আমাকে! একইসঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন।’

বিশেষত শাবনূরের জীবনে একেবারে অভ্যন্তরীণ বিচ্ছেদই ছিল তার অতীতের প্রধান কারণ। তবে এসব বিপর্যয়েও তিনি নিজেকে অনেকটা শক্তভাবে সামলেছেন। শাবনূর জানান, ‘অন্য যে কেউ হলে বোধ হয় পাগল হয়ে যেত, সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভবলি গড়ে তুলতে পেরেছি।’

তবে ব্যক্তিগত জীবনে অনেক ক্ষতির পরও শাবনূরের অন্তরে এখন আর সংসারের প্রতি কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা, যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। তবে আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা। সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা।’

শাবনূরের জীবনের এই সাহসিকতা ও তীব্র ইচ্ছাশক্তি যে এখনও তাকে দর্শকদের মাঝে জনপ্রিয় রেখেছে, তা কোনো সন্দেহের বাইরে নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow