কেন শান্তি পুরস্কার নোবেল পেলেন না ডোনাল্ড ট্রাম্প, স্পষ্ট করল কমিটি

সারা বছর ধরেই আলোচনা চলছিল নোবেল শান্তি পুরস্কার কে পাবেন তা নিয়ে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি যুদ্ধ থামিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন বলে নিজেই নোবেল দাবি করেন। এ ছাড়া তার মিত্র দেশগুলোর পক্ষ থেকেও তাকে মনোনিত করা হয় পুরস্কারটির জন্য। তবে শেষ পর্যন্ত ট্রাম্প নন, এবারের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। মূলত ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনবদ্য অবদানের জন্য মারিয়াকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার পর এক সাংবাদিক নোবেল কমিটিকে দীর্ঘ দিন থেকে পুরস্কারটির জন্য আলোচনায় থাকা ট্রাম্পের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন।
ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে চেয়ারম্যানকে মার্কিন প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ ট্রাম্পের জন্য পুরস্কার নির্ধারণের জন্য চাপের বিষয়ে জিজ্ঞেস করেন ওই সাংবাদিক। এই চাপ কমিটির আলোচনার কাজে প্রভাব ফেলেছে কিনা তা নিয়েও প্রশ্ন করেন তিনি।
জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান ফ্রাইডনেস বলেন, ‘নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে নানা প্রচারণা এবং মিডিয়া উত্তেজনা দেখেছে এই কমিটি এবং প্রতি বছর হাজার হাজার চিঠিও পাওয়া যায়।’
তবে এসব কিছু নোবেল পুরস্কারের জন্য নেয়া সিদ্ধান্তকে প্রভাবিত করে না বলে জানান তিনি। বলেন, ‘আমরা কেবল এই পুরস্কারটির প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই।’
সূত্র: বিবিসি
What's Your Reaction?






