ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং দেশবাসিসহ ফিলিস্তিনিদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে প্রেস ক্লাবের নিজস্ব অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি আঃ গাফফার প্রধানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলার সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






