চন্দ্রার মোড়ে মহাসড়কে যানজট সৃষ্টির অন্যতম কারণ ‘তাকওয়া পরিবহন’

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
ছয় বছর আগেই শেষ লাইসেন্সের মেয়াদ। নেই রুট পারমিট। তার পরও গাজীপুরের মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তাকওয়া পরিবহন। অভিযোগ রয়েছে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে এলাকায় মহাসড়কে যানজট সৃষ্টির অন্যতম কারণ এই তাকওয়া পরিবহন।
সরেজমিনে গিয়ে যানা যায়, তুচ্ছ কারণে ধাক্কা দিয়ে হত্যা, বাসের ভেতরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায়ও পার পেয়ে গেছে চালক-হেলপার। তাকওয়া পরিবহনের মালিক স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী ও জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার। দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে ম্যানেজ করে বছরের পর বছর পরিবহন ব্যবসা করছেন তিনি।
তাকওয়া পরিবহন প্রতিনিয়ত চন্দ্রা থেকে গাজীপুর রুটে চলাচল করে। গাড়িটি মহাসড়কের যেকোনো জায়গায় পার্কিং করে, স্ট্যান্ড ছাড়া জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে। এর কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ঘটে দুর্ঘটনা। তাকওয়া পরিবহন গাড়িটি স্থানীয়দের কাছে যেন মরণফাঁদ। নানা অনিয়মের কারণে তাকওয়ার বাস বন্ধের দাবি বহুদিনের।
সিয়াম আহমেদ নামে এক পথচারী জানান, তাকওয়া পরিবহন গাড়িটি কোন নিয়ম কানুন মেনে চলাচল করে না। এতে আমাদের রাস্তায় চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায় তাদের সাথে তাকওয়া পরিবহনের স্টাফ খুবই খারাপ ব্যবহার করে।
অপর একটি গাড়ি ড্রাইভার জানান, তাকওয়া পরিবহন গাড়িটি যেকোনো জায়গায় পার্কিং করে, এমতাবস্থায় আমাদের গাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টকর, আমি মনে করি তাকওয়া পরিবহন গাড়ির টি সড়কে যানজটের মূল কারণ।
What's Your Reaction?






