টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ জিতেছে বাংলাদেশের মেয়েরা। আজ থেকে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইস। ফলে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দল ৮ বার মুখোমুখি হয়েছিল। যার মধ্যে ৫ বারই জয় পেয়েছে বাংলাদেশ আর ২ বার জয় পেয়েছে আইরিশরা। কোনো ফলাফল হয়নি একটি ম্যাচে।
এর আগে, গতকাল দুপুরে দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক চা শ্রমিকের বেশে।
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিয়ায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রাজ নেহার, ঋতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদোস।
আয়ারল্যান্ড একাদশ
গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার (উইকেটকিপার), ওর্লা প্রেন্ডারগাস্ট, লিয়াহ পাল, লোরা ডেলানি, উনা রেমন্ড-হোয়ে, সারাহ ফোর্বস, আর্লেনে কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্গেন্ট, অ্যাইমি ম্যাগুইয়ার।
What's Your Reaction?