টাঙ্গাইলে সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

Oct 9, 2025 - 13:13
 0  4
টাঙ্গাইলে সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক মানুষের দুর্ভোগ
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে টাঙ্গাইল সদর-তোরাপগঞ্জ সড়কে নবাহন চলাচল বন্ধ হয়ে গেছে লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত মঙ্গলবার গভীর রাতে পানির চাপে সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক দেবে যায়।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী নদীর ওপর সেতুটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে পূর্ব ও পশ্চিম পাড়ের সংযোগ সড়ক অন্তত পাঁচবার দেবে যায়। গত বছরের ১০ জুলাই সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে যায়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তির শিকার হন সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাড়রা শাহজানীসহ প্রায় ছয় ইউনিয়নের মানুষ। এলজিইডি থেকে বরাদ্দ দিয়ে মাটি ফেলে ভরাট করা হয় সংযোগ সড়ক। কিছুদিন পর আবার পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল চাপে ধসে পড়ে সংযোগ সড়ক। আবারও বরাদ্দ দেওয়া হয়। আবারও দেবে যায়। স্থায়ী সমাধানের উদ্যোগ নেয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন অভিযোগ এলাকাবাসীর।

ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল-কলেজসহ অফিস আদালতে যাতায়াতেও ব্যাঘাত ঘটছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায়।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া জানান, বুধবার ভোরে যাত্রী নিয়ে এসে দেখতে পান সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে গেছে। পরে যাত্রী নামিয়ে দিয়ে তিনি ভাঙনের দৃশ্য দেখেন।

এলজিইডির সদর উপজেলার কর্মকর্তা জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে সংযোগ সড়কটি মেরামত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow