টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড!

Dec 5, 2024 - 14:45
 0  1
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড!
ছবি : সংগৃহীত

চলতি বছর একের পর এক সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে টি-টোয়েন্টিতে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৯৭ রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ভারত বাংলাদেশের বিপক্ষে। তার কিছুদিন পর জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৪৪ রানের রেকর্ড গড়ে। যা কিনা টি-টোয়েন্টির যেকোন পর্যায়েই সর্বোচ্চ রানের রেকর্ড। 

তবে এবার সেই রেকর্ডকেও টপকে গেল ভারতের সৈয়দ মোস্তাক আলী ট্রফির সিকিম ও বারোদার ম্যাচ। ভারতের প্রথম কোনো দল সিকিমের বিপক্ষে তিন শ রানের কোটা পেরিয়েছে বারোদা। ১৭.২ ওভারে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করে শেষ পর্যন্ত তারা সংগ্রহ করে ৩৪৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। 

সিকিমের বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড নিজেদের করে নিয়েছে বারোদা। ৫ ওভারের মধ্যেই দুই ওপেনার শ্বাশত রাওয়াত এবং অভিমন্যু সিং রাজপুত তোলেন ৯২ রান। ১০০ রান হয়ে যায় পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই। তিনে নামা ভানু পানিয়াও প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন। 

সেঞ্চুরি হাঁকান তিনি ৪২ বলে আর ইনিংস শেষে অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রানে। তার এই মারকুটে ব্যাটিংয়েই বারোদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়ে। মাত্র ১০.৩ ওভারেই তাদের স্কোরবোর্ডে যোগ হয় দুইশ রান। 

ইতিহাসের তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। গতবছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রানের দলীয় সংগ্রহ দাঁড় করায় নেপাল। দিনকয়েক আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়। 

বিশাল এই সংগ্রহ দাঁড় করানোর পথে ৩৭টি ছক্কা হাঁকিয়েছে বারোদা। যা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow