ডি ভিলিয়ার্স তাণ্ডবে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ অব লিজেন্ডস ক্রিকেটে ১৯৫ রানের বিশাল ইনিংস গড়ার পরও যে ম্যাচ এমন এক তরফা হবে, তা কে ভেবেছিল? পাকিস্তান চ্যাম্পিয়ন্সরা টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলার পর ভাবতেই পারেনি তারা এত সহজে হেরে যাবে!
কিন্তু প্রতিপক্ষ দলটিতে যে এবি ডি ভিলিয়ার্সের মত একজন ব্যাটার আছেন! যার কাছে কোনো লক্ষ্যই খুব কঠিন না। এর আগে দুই ম্যাচে জোড়ো সেঞ্চুরি করেছেন। যার একটিতে ৩৯ বলে, অন্যটিতে করেছেন ৪১ বলে। এবার করলেন ৪৭ বলে সেঞ্চুরি।
এবি ডি ভিলিয়ার্সের ৪৭ বলে করা সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তানের গড়া ১৯৫ রানের চ্যালেঞ্জ মাত্র ১৬.৫ ওভারেই তাসের ঘরের মত উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (World Championship of Legends) চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা।
৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকলেন এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। ১২টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি। ডি ভিলিয়ার্সের মতই এদিন জ্বলে উঠলেন জেপি ডুমিনি। ২৮ বলে খেললেন অপরাজিত ৫০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কার মার মারেন ২টি। ১৪ বলে ১৮ রান করে আউট হয়েছিলেন হাশিম আমলা। পাকিস্তানের বোলারদের পাড়া-মহল্লার বোলার বানিয়ে ছাড়লেন ডি ভিলিয়ার্সরা।
এর আগে বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৫ রান। ওপেনার শারজিল খান ৪৪ বলে করেন ৭৬ রান। ১৯ বলে ৩৬ রান করেন উমার আমিন, শোয়েব মালিক ২৫ বলে খেলেন ২০ রানের ইনিংস। অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১০ বলে ১৭ রান করে আউট হন। আসিফ আলি ১৫ বলে করেন ২৮ রান।
What's Your Reaction?






