ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি

Oct 29, 2025 - 01:08
 0  2
ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকী মারা গেছেন। মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এখন দাফনের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।

জানা গেছে, হাফেজ ত্বকী সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন এই বিশ্বজয়ী হাফেজ। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow