ধর্ষণের বিচার দাবিতে রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা

সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। তবে মাগুরা জেলায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় পুরো দেশের মানুষ নির্বাক হয়ে গেছেন। সবাই এ ন্যক্কারজনক এ ঘটনায় প্রতিবাদ মুখর। সাধারণ মানুষের পাশাপাশি অপরাধীদের শাস্তি চেয়ে সোমবার (১০ মার্চ) বিকেলে এফডিসি’তে মানববন্ধন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দেশের ঘটে যাওয়া সব ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন শিল্পীরা।
মানববন্ধনে সবার প্রতি একটি বার্তা তুলে ধরেছেন সমিতির সভাপতি মিশা সওদাগর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই অবগত যে কী হয়েছে? কী ঘটেছে? এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার যে আমরা কী করতে চাই, কী বলতে চাই। ওই চাওয়া-পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। আমরা কী চাই? আমরা চাই শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক।’
মিশা সওদাগর আরও বলেন, ‘অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।’
সামাজিক ও পারিবারিক সচেতনতার কথা স্মরণ করিয়ে দিয়ে মিশা আরও বলেন, ‘শুধু কঠোর শাস্তিই যথেষ্ট নয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।’
বিএফডিসি’তে অনুষ্ঠিত ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা, ডিএ তায়েব, রুমানা ইসলাম ও শিপন মিত্র, জয় চৌধুরী, মুক্তি প্রমুখ।
গত বুধবার (৫ মার্চ) দিনগত রাতে মাগুরার শহরের বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী সেই শিশু। শিশুটি এখন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
What's Your Reaction?






