নেত্রকোনায় প্রকাশ্যে দিবালোকে যূবককে কুপিয়ে জখম

Dec 19, 2024 - 20:25
 0  2
নেত্রকোনায় প্রকাশ্যে দিবালোকে যূবককে কুপিয়ে জখম
ছবি : সংগৃহিত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে কবির (২২)নামের এক যূবককে কুপিয়ে যখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে তেলিগাতী বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনা স্থলেই কবির এলোপাতাড়ি রামদার কুপে অজ্ঞান হয়ে পরে।এলাকাবাসীর সহযোগীতায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত কবির জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মোকলেছ এর ছেলে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, মোঃ সোহেল মিয়া (৩২) পিতা এলু মিয়া (৬০) রাকিব (২৪) পিতা পুতুল মিয়া, রানা (৩২), পুতুলমিয়া (৫৫), উভয়ের পিতা, মৃত আব্দুল আজিজ, শামীম (৩০) পিতা পুতুল, কাইয়ুম (২১), কায়েস (২৩) উভয়ের পিতা এলাজ মিয়া, মতি মিয়া ও উজ্জ্বল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার চলমান অবস্থায় একদল লাঠি ও রামদা নিয়ে কবিরকে ঘিরে ফেলে। এলোপাতাড়ি রামদার কুপ ও লাঠির আঘাতে কবির অজ্ঞান হয়ে গেলে অবস্থার ভয়াবহতা দেখে বাজারের লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো হয়। জীবন মরন সন্ধিক্ষণে হাসপাতালে কবির। 

এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে কবিরের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ এবং তীব্র নিন্দা জানিয়েছে।

আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ আশরাফুল জামান বলেন, ঘটনা সম্পর্কে অবগত এবং অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow