বায়নামা করেও জমির রেজিস্ট্রি না পাওয়ায় চরম হয়রানির শিকার তৈয়বুর রহমান

Jul 2, 2025 - 21:07
 0  7
বায়নামা করেও জমির রেজিস্ট্রি না পাওয়ায় চরম হয়রানির শিকার তৈয়বুর রহমান
মোঃ তৈয়বুর রহমান। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

জমি বায়নামা করেও রেজিস্ট্রি না পাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ তৈয়বুর রহমান।

তিনি জানান, সদর উপজেলার ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের ধন্দোগাঁও মৌজার জে,এল নং ৩৫ দলিল নং ৫৮৭১/২০২০ এর ৩৩৩ নং খতিয়ানে মোট ৭দাগে ১ একর ৫০ শতক জমি ঐ এলাকার প্রবনন্দ রায় এর ছেলে, সুর্যকান্ত ও কমলাকান্তর সাথে ৯৩ লক্ষ টাকায় ধার্য করে বায়নামা রেজিস্ট্রি করা হয়। পরে বায়নাকৃত সময়ের মধ্য ৯২ লক্ষ টাকা স্থানীয় গন্যমান্য ব্যাক্তির উপস্থিতিতে ও স্বাক্ষিসহ সুর্যকান্ত ও কমলাকান্ত স্টাম্পের অপর প্রান্তে সাক্ষর দিয়ে গ্রহন করেন।

তখন থেকে বায়না কৃত জমি রেজিস্ট্রি করে চাইলে  তারা রেজিস্ট্রি দেয়ার নামে কাল ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে আমি কোনো কুল কিনারা না পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ সহ পুজা উদযাপন কমিটি ২৯ মাইল এবং বনিক সমিতি ২৯ মাই, ঠাকুরগাঁও সদর থানা,সহ একাধিকবার সালিশ বৈঠক করা হয়। এতে তারা অসত উদ্যশে কারো কথা কর্ণপাত করেন নাই। তারা সব সময় অযৈকতিক ও অসংলগ্ন কথা বলে আসছে।

এতে আমি চরম ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছি। আশা করছি দ্রুত এর সমাধান হবে। 

অন্যদিকে জমির মালিক পক্ষে সুর্যকান্ত বলেন, বিগত ৫ বছর আগে আমার বাবা তৌয়বুর রহমানের কাছে জমি বিক্রি করেছিল, বায়না নামা করেছিল। তারা সম্পূর্ণ টাকা পরিশোষ এখনো করেন নি। তৌয়বুর রহমানের কাছে এখনও আনুমানিক ৩ লক্ষ টাকার উপরে পাব আমরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow