ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার অবৈধ মালামাল জব্দ

May 27, 2025 - 19:24
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার অবৈধ মালামাল জব্দ
ছবি : সংগৃহীত

ফয়সাল সিকদার, ব্রাহ্মণবাড়িয়া 

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ মাদক ও ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (২৬ মে) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পটকা, জিরা, গাঁজা, হুইস্কি, ইস্কাফ সিরাপ, রেডবুল এনার্জি ড্রিংক এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান ও মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। এতে প্রায় ৫৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ৬০,২০০ পিস বাঁজি, ১১৮৯ কেজি জিরা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি পিকআপ আটক করা হয়। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহীত উল আলম (পিবিজিএম) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

বিজিবি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অবৈধ চোরাচালান রোধে আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow