ভালোবাসা বড়ইয়া ইউনিয়ন গ্রুপের "বিজয় ফটো উৎসবের" পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Dec 23, 2024 - 20:05
 0  24
ভালোবাসা বড়ইয়া ইউনিয়ন গ্রুপের "বিজয় ফটো উৎসবের" পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠি রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ফেসবুক আইডি "ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন গ্রুপ" কর্তৃক আয়োজিত বিজয় ফটো উৎসব-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন জন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ী মোঃ আবির আহমেদ রানাকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন গ্রুপের প্রধান পরিচালক জিয়া সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন, গ্রুপের সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া বাদল, আলমগীর শরীফ, হাওলাদার বেল্লাল ও ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড থেকে আগত শতাধিক সদস্যরা। 

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ও সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রুপের অন্যতম সদস্য রুমানা হক রিতা (ডাক্তারবাড়ী), ওয়াসিম আহম্মেদ (ডাক্তারবাড়ী) ও জহিরুল ইসলাম সোহেল (বড়বাড়ী)।

উল্লেখ্য, বাকি দু,জন ঢাকায় অবস্থান করার কারনে তাদেরকে ঢাকাতে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার হিসেবে সকল বিজয়ীদেরকে-ই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ-গ্রুপের প্রতিযোগিতা ও মানবিক কার্যক্রম সহ সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে বলে জানান পরিচালক জিয়া সুমন ও অনন্য বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow