ভেনেজুয়েলার বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

Oct 10, 2025 - 22:14
 0  3
ভেনেজুয়েলার বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর এবার ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি মিশনে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তাদের প্রথম প্রীতি ম্যাচের প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা।

২০২২ বিশ্বকাপের দলে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় অবসরে চলে গেছেন বা অনিয়মিত হয়ে পড়েছেন। তাই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলে ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন তিনি। ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাক-আপ তৈরির অংশ হিসেবেই তিনি মেসিকে নিয়মিত না খেলানোর নীতি গ্রহণ করতে পারেন। ভেনেজুয়েলা ম্যাচকে কেন্দ্র করে মায়ামিতে আলবিসেলেস্তেরা অনুশীলন শুরু করলেও, মেসিকে মাঠের পাশে বসে থাকতে দেখা গেছে।

আর্জেন্টাইন কোচও একপ্রকার নিশ্চিত করেছেন যে, তিনি (মেসি) প্রথম একাদশে থাকবেন না। মেসিকে খেলানো প্রসঙ্গে স্কালোনি বলেন,‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তবে দলে থাকবে কি না সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আমরা আসন্ন ম্যাচে অন্যদেরও খেলানোর চেষ্টা করে দেখতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তার (মেসি) সঙ্গে কথা বলব। বিকল্প খেলোয়াড়দেরও নামাতে চেষ্টা করব, তাদের সেই লক্ষ্যে দলে নেওয়া হয়েছে।’

এদিকে, অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচে চোটের অস্বস্তিতে ভুগলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম একাদশে থাকতে পারেন।

চলতি মাসের শুরুতে আর্জেন্টিনা যে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল, তাতে মেসিকে রাখার পাশাপাশি দলে কিছু চমকও রেখেছিলেন স্কালোনি। তিনি প্রথমবার জাতীয় দলে ডেকেছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দোকে। এ ছাড়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং লম্বা সময় পর দলে ফিরেছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার মার্কোস সেনেসি।

তরুণদের সুযোগ দেয়া প্রসঙ্গে স্কালোনি বলেন,‘আমরা আনিবালকে (মোরেনো) অনূর্ধ্ব-২০ দলে দেখেছি, যেখানে অনেক প্রশংসা কুড়িয়েছে... রিভেরোও দুটি প্রীতি ম্যাচের মাঝে খেলার সুযোগ পাওয়ার মতো অবস্থায় আছে।’ এই ম্যাচগুলোতে পালমেইরাসে খেলা মোরেনো, রিভার প্লেটে খেলা রিভেরো এবং রেসিংয়ের গোলরক্ষক ফাকুন্দোর সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ খুলে যেতে পারে।

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেস; আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেস, ইনজো ফার্নান্দেজ; নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow