ভোলায় সর্বদলীয় লক্ষ জনতার বিক্ষোভ ও সমাবেশ

Apr 17, 2025 - 00:21
 0  17
ভোলায় সর্বদলীয় লক্ষ জনতার বিক্ষোভ ও সমাবেশ
ছবি : সংগৃহীত

মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি

ফিলিস্তিনী মুসলমানদের উপর ইজরাইলি বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদে এবং ইসরাইলী পণ্য বয়কট, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের সহযোগিতা,খাদ্য, পানি সরবরাহ ও বাংলাদেশের মুসলমানদেরকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, ভোলা জেলা।

বুধবার (১৬ এপ্রিল) ভোলা-হাটখোলা মসজিদ চত্বরে ভোলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে লক্ষ্য জনতার অংশগ্রহনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভোলা জেলা আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর,জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা বিজেপি'র সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জমিয়তুল মোদারেসিনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী,জমিয়তুল মোদারিসীনের জেলা সভাপতি আহমদ উল্লাহ আনসারী, জামায়াতে ইসলামীর জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ভোলা সদর আমীর মাওলানা কামাল হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক,হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ন সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আজ জালেমদের বিরুদ্ধে সর্বোচ্চ জেহাদ ঘোষিত হয়েছে। যতদিন পর্যন্ত এই জুলুম পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই জেহাদ চলতে থাকবে এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত ভোলার মুসলিম জনতা রাজপথে জাগ্রত থাকবে। বিশ্বের দুই শত কোটি মানুষের সাথে ভোলার মানুষ ঐক্যবদ্ধ। ফিলিস্তিনের গাজাকে ভূমিকম্পের মত ধ্বংস করে দেয়া হয়েছে। আজ ইসরায়েলিদের শুধু হলুদ কার্ড নয়, লাল কার্ড দেখাতে হবে। 
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ করে গিয়েছিলেন, তা আবার শুরু করার জন্য বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।

প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, বাংলাদেশের বর্ডার খুলে দিন,যাতে মুসলমানরা লং মার্চ করে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে অংশ গ্রহন করতে পারে। এ সময় ভোলায় ইসরায়েলি সকল পন্য বর্জন করারও আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে লক্ষ্য মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা শহরের সড়ক গুলো সড়ক প্রদক্ষিণ করেন এবং গাজার মুসলিমদের হেফাজত ও রহমত কামনা করে দোয়া মুনাজাত তরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow