মোংলায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Jul 8, 2025 - 17:18
 0  3
মোংলায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার রেল স্টেশন হতে ‘‘মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা’’ দুটি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌরসভার সামনে আমরা মোংলাবাসী ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের, পর্যটন ব্যবসায়ী জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন'র মোঃ এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সমুদ্র বন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল এবং সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা। বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই। অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে।

বক্তারা আরও বলেন, মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হলে বন্দর নির্ভর ব্যবসা ও বাণিজ্যে গতি আসবে, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। শ্রমজীবী ও সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি আসবে, সময় ও অর্থ সাশ্রয় হবে। এ  অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

পরে মানববন্ধন শেষে রেলপথ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য গনসাক্ষর সংগ্রহ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow