যুদ্ধবিরতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নিহত ১৪ ফিলিস্তিনি
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলাঞ্চলে এসব হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।
চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গতবছর অক্টোবরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল এই ভূখণ্ডে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।
চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাবুতে ইসরায়েলি হামলায় অন্তত চার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি হামলায় চার জন নিহত হয়েছেন। একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত এলাকাতেও বোমাবর্ষণ চালায় ইসরায়েল।
আলাদাভাবে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে ১১ বছর বয়সী ফিলিস্তিনি কন্যাশিশু হামসা হৌসু নিহত হয়।
হামসার চাচা খামিস হৌসু জানান, রাতে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি বলেন, ‘আমি দেখেছি হামসা মেঝেতে পড়ে আছে, তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।’
এই হামলাগুলো এমন সময়ে ঘটল, যখন ২০২৫ সালের অক্টোবরের ১০ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি চলমান রয়েছে।
What's Your Reaction?

