রাজধানীর ফরচুন শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। চোররা বোরকা পড়ে এই ঘটনা ঘটায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা। বন্ধ থাকা মার্কেটে চুরি হওয়ায় এতে পুরো মার্কেটের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা।
একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে রাত ৩টা ৭ মিনিটের দিকে দোকানটির সামনে আসে। এর ঠিক ২ সেকেন্ড পর দোকনের বাহিরে দেওয়া কলাপসিবল গেইটের তালা গুলো কাটে। এরপর ৩টা ১০ মিনিটের দিকে দোকানের সামনে ও আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে।
চুরি ঘটনায় শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে। তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ ও প্রায় ৪০ হাজার টাকা নগদও ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় দোকানের মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এ বিষয়টি নিয় তদন্ত করছি।
What's Your Reaction?






