রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া-মোনাজাত

Sep 11, 2025 - 15:01
 0  2
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া-মোনাজাত
ছবি : সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের সদস্যরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে প্রথমে জুলাই শহিদদের গণকবরে মোনাজাত করেন তারা।

পরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ। এ সময় ১৯৭১ ও ২০২৪ এর শহিদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন তারা।

চব্বিশের শহিদদের গণকবর ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শনকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।

অন্যদিকে শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, কাজের মাধ্যমে সেই চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন জিএস এস এম ফারহাদ। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow