শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ১৮ সদস্য আটক

Jan 9, 2026 - 16:51
 0  4
শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ১৮ সদস্য আটক
ছবি : সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের ‘পোরশা রেস্ট হাউস’ ও ‘হোটেল নীল সাগর’ থেকে চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনুর রশিদসহ ১৮ জনকে আটক করা হয়।

তিনি বলেন, চক্রটি ডিজিটাল ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ১৮ লাখ টাকা আদায়ের চুক্তি করেছিল। অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (নিয়ন্ত্রণ) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow