কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো জেলা পুলিশ
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রুহুল আমীন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।
এসময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ৭৫ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।
What's Your Reaction?