চামড়া সংরক্ষণে ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

May 21, 2025 - 17:18
 0  4
চামড়া সংরক্ষণে ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
ছবি : সংগৃহীত

আসন্ন কুরবানি উপলক্ষে চামড়া সংরক্ষণের জন্য সরকার সারা দেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়ার মান ঠিক রেখে দীর্ঘ সময় সংরক্ষণের জন্য এই লবণ সরবরাহ করা হবে। মূলত মসজিদ, মাদরাসা ও এতিমখানাগুলোতে এই লবণ বিতরণ করা হবে, যাতে তারা ন্যায্যমূল্য না পাওয়া পর্যন্ত চামড়া সংরক্ষণ করতে পারে।

তিনি আরও জানান, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, আমরা চামড়া ব্যবস্থাপনার ওপর একটি প্রামাণ্যচিত্র তৈরি করছি, যাতে মানুষ জানতে পারে কীভাবে চামড়া সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে ৫ লাখ লিফলেট সারাদেশে বিতরণ করা হবে।

পশুর হাট ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট স্থানে হাট বসানোর ওপর জোর দেয়া হবে। হাটের বাইরে যেন পশু ক্রয়-বিক্রয় না হয়, সে বিষয়ে নজরদারি থাকবে। এছাড়া, হাটে হাসিল যেন ৫ শতাংশের নিচে থাকে তা নিয়েও আলোচনা হয়েছে।

বাজারে চামড়ার উপযুক্ত দাম নির্ধারণ ও সিন্ডিকেট প্রতিরোধে মজুত নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি দামে চামড়া বিক্রির চেষ্টা করব, তবে দাম বৃদ্ধিটা যৌক্তিক হতে হবে।

তিনি আরও জানান, প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির কথাও বিবেচনা করা হবে, যদিও সরকার সেটা এড়াতে চায়।

এই উদ্যোগের মাধ্যমে কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার আশা করছে সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow