নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি’র সভাপতি হলেন মাসুদ রানা

May 21, 2025 - 17:22
 0  9
নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি’র সভাপতি হলেন মাসুদ রানা
ছবি : সংগৃহীত

মোঃ মাসুদ রানা, নীলফামারী

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি নীলফামারী জেলা শাখার বিশেষ সাধারণ সভা গতকাল শহরের ডালপট্ট্রিতে অনুষ্ঠিত হয়। 
সংগঠনের কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।
 
সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাসুদ রানা মাসুম ও জলঢাকা উপজেলা সভাপতি মাহবুবার রহমান মনি। 
সভা শেষে সবার সম্মতিক্রমে নাগরিক ফার্মেসির স্বত্বাধিকারী মাসুদ রানা মাসুমকে সভাপতি ও আলী মেডিক্যাল স্টোরের স্বত্বাধিকারী তোবারক আলীকে সিনিয়র সহ-সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, নিউ মুনলাইট মেডিক্যাল হলের মোফাজ্জল হোসেন ও নিউ সানু ফার্মেসির সাজেদুর রহমান (সহ-সভাপতি) এবং সদস্য হিসেবে রয়েছেন সবুজ মেডিক্যাল স্টোরের মোস্তাফিজুর রহমান সবুজ, সৈকত ফার্মেসির সুমন ইসলাম, অনিন্দ মেডিক্যাল হলের মাহবুবার রহমান মনি, তিস্তা মেডিসিন মার্টের আলী আহমেদ মর্তুজা, সেবা ফার্মেসির নজরুল ইসলাম মোস্তফা, স্বপন মেডিসিন কর্ণারের রেজাউল আলম স্বপন, রাজু মেডিক্যাল স্টোরের এজাজ আহমেদ, রিফাত ফার্মেসির মানু হোসেন, উদয়ন ফার্মেসির মহির উদ্দিন, রাশেদ ফার্মেসির আসাদুজ্জামান রাশেদ, রিফাত ফার্মেসির নাহিদুর রহমান লিটন ও মিড লাইফ ফার্মেসির ফরহাদুজ্জামান তৌহিদ।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি মাসুদ রানা মাসুম জানান, ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য দুর করা, কৈমিষ্টদের দাবী আদায় এবং স্বার্থ সুরক্ষায় সংগঠন নব উদ্যমে কাজ শুরু করবে। 
এছাড়া সংগঠনের স্থায়ী ভবন নির্মাণ এবং সংগঠনকে শক্তিশালী করণে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow