জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি, তিন বন্ধুর অন্যরকম উদ্যোগ
জলবায়ু পরিবর্তনে পরিবেশ বাঁচাতে মানুষকে সচেতন করতে বৈশ্বিক জ্বালানি বন্ধ হোক, সুরক্ষিত থাকুক ধরণীর লোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারে মতো এবার তিনবন্ধু সাইদুর রহমান সাকিব, রিদুয়ানুল রিদু ও মোহাম্মদ জহিরুল ইসলাম মিলে ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ করছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩৩তম জেলা হিসেবে জয়পুরহাট আসেন তারা।
সাকিব চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববদ্যালয়ের আইন বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র, রিদুয়ানুল রিদু ও মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা।
সাকিব জানান, টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত ৬৪ জেলা সাইকেল ভ্রমণ করবেন তারা। নিজ জেলা চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ১৫ নভেম্বর দিবাগত রাতে যাত্রা শুরু করে তেতুঁলিয়া হয়ে ৩২ জেলা ভ্রমণ করে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা ভ্রমণ শেষ করেছেন তারা। আর প্রত্যেক জেলায় একটি করে গাছের চারা রোপন করেছেন।
সাকিব আরও বলেন, আমাদের দেশের বিভিন্ন জেলায় সংস্কৃতিতে ভিন্নতা খুঁজে পাচ্ছি। এ বিষয়টা অনুভব করছি। বিভিন্ন জেলা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা জানতে চাইলে সাকিব বলেন, এ পর্যন্ত ৩২টি জেলা ঘুরেছি তার মধ্যে সিলেট ও জয়পুরহাট জেলার মানুষ বেশি আন্তরিক।
রিদুয়ানুল রিদু বলেন, এসএসসি পরীক্ষা দেয়ার পর থেকে সাইকেল চালানোর শখ জাগে। এর সঙ্গে যোগ হয় ভ্রমণের নেশাও। দুই বন্ধুর সঙ্গে এই সাইকেল দিয়ে যাত্রাপথে বিভিন্ন প্রচার-প্রচারণার পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে গাছের চারা রোপণ করছি। মাঝেমধ্যে লোকারণ্য ও বাজার এলাকায় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা।
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এবারের যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে, জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে সবাইকে সচেতন করা। জলবায়ু পরিবর্তনে পরিবেশ বাঁচাতে মানুষকে সচেতন করতে তিন বন্ধুর ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ। তিন পার্বত্য জেলা অতিক্রম ২০তম দিনে ৩৩তম জেলা জয়পুরহাট জেলা ভ্রমণ করেছে। এবারের সাইকেল যাত্রাটি ৬৪ জেলা ঘুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে এসে ৪৫তম দিনে শেষ করার ইচ্ছা রয়েছে।
What's Your Reaction?