ঝালকাঠিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তেরপশারীবুনিয়া গ্রামে গাছ থেকে পরে আবুল কালাম জমাদ্দার (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের মৃত নুর মোহাম্মদ জমাদ্দারের ছেলে। নিহত আবুল কালাম জমাদ্দার পেশায় একজন দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী রেনু বেগম জানান, দুপুরে বাড়ী থেকে একই গ্রামের মামা বাড়ী সাবেক প্রধান শিক্ষক সোহরাব হোসেন ফারুক মাস্টারের বাড়ীতে লাকড়ির জন্য ডাল কাটতে আসে আবুল কালাম। এরপর দুপুরে খাবার খেতে বাড়ীতে না যাওয়ায় স্বামীকে খুঁজতে আসে রেনু বেগম। খোঁজাখুজির এক পর্যায় বাগানের ডাল পালার মধ্যে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গেলে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
What's Your Reaction?






