ঝিনাইদহে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে এ ঘটনা হয়।
স্থানীয়রা জানায়, বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ চালাচ্ছিলো জামায়াত। এসময় তাদের সঙ্গে বিএনপি কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে, সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫ জন কর্মীকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে পৌর জামায়াতের আমীর।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?

