ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আরিয়ান খান, কক্সবাজার
কক্সবাজার উখিয়া উপজেলায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ঢাকাস্থ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র দূতাবাসের দুটি পৃথক প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৩ মে) ডেনমার্ক প্রতিনিধি দলের পরিদর্শন
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক দলনেত্রী লোন থোরুপ-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শিবির-০৯ এবং শিবির-০৮ (পশ্চিম) পরিদর্শন করেন।
তারা প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করে সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দলটি শিবির-০৯-এর সি/০৯ ব্লকে অবস্থিত মুক্তি কক্সবাজার কর্তৃক পরিচালিত দুটি নারী সহায়ক কেন্দ্র, যার মধ্যে একটি নারীবান্ধব কেন্দ্র (WFS) রয়েছে, ঘুরে দেখেন। এই কেন্দ্রগুলো জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের পরিদর্শন একই দিনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিডনি স্কভ-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দল শিবির-১ (পূর্ব), শিবির-০২ (পশ্চিম), শিবির-০৮ (পশ্চিম), শিবির-১১ ও শিবির-১৮ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি শিবির-১১-তে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ইলেকট্রনিক ভাউচার বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর তারা ইউএনএফপিএ-এর সহায়তায় আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) পরিচালিত পুষ্টি কেন্দ্র এবং শিবির-১৮-তে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের উপসংহার উভয় প্রতিনিধি দল তাদের নির্ধারিত পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার শহরের উদ্দেশে যাত্রা করেন।
What's Your Reaction?






