দুর্গাপুরে প্রত্যন্ত অঞ্চলে জাতীয় নাগরিক পার্টির ঈদ উপহার বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে গাঁওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া সরকারি স্কুল প্রাঙ্গনে জাতীয় নাগরিক পার্টির উদ্দ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়। এ আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সংগঠক রফিকুল ইসলাম আইনী।
এ-সময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী, প্রধান শিক্ষক (অব:) ফজলুল হক, শিক্ষক তাজ উদ্দিন আহমেদ, নাগরিক পার্টির কর্মী মঞ্জুরুল হক, মো. বুরুজ মিয়া, ছাত্র নেতা রুবেল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম আইনী বলেন, দেশের মানুষদের পাশে জাতীয় নাগরিক পার্টি সব সময় থাকবে। দেশ ও জাতীর কল্যানে মানুষের পাশে থেকে জনকল্যান মুলক কাজ করার জন্য সকলকে আহবান জানান তিনি।
What's Your Reaction?






