বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কয়েকজন সদস্যের আত্মসাৎ করা অর্থ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার বলেন, ‘‘শিক্ষার্থীরা গতকালও বনানীতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন। আজ তারা স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আন্দোলন করছেন। তাদের অভিযোগ-কিছু বোর্ড সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন এবং তারা এই অর্থ পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কথা বলা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। তাদের দুইটি বিভাগ ডিসেম্বরের মধ্যে সেখানে শিফট করার কথা থাকলেও, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ৩০০ ফুট জমি বিক্রি করার চেষ্টা করছে। এছাড়া, প্রতি মাসে বোর্ড সদস্যরা তাদের গাড়ির খরচ হিসেবে ৬৫ হাজার টাকা নিচ্ছেন, যা শিক্ষার্থীদের টাকার হিসেবেই বের হচ্ছে। এছাড়া কয়েকজন বোর্ড অফ ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা আত্মসাৎ করেছে। এই টাকা পুনরুদ্ধার চান তারা।
What's Your Reaction?