বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর

Jan 5, 2026 - 17:54
 0  2
বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পাকিস্তান সরকার এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য জানায়।

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উদ্যোগী হয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এছাড়া, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপনও করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow