ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ

May 7, 2025 - 17:39
 0  2
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে বসেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। বুধবার (৭ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার নিন্দা জানানো হয়েছে। খবর জিও নিউজ 

পাকিস্তানের পাঞ্জাব, আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতীয় হামলাকে যুদ্ধের উস্কানি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে জানানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, ভারত মসজিদ, বাড়িঘরসহ বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নারী, পুরুষ ও শিশুদের ওপর এই হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হলে তা ভারতের উপর বর্তাবে।

নিরাপত্তা কমিটির বৈঠকে আরও বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে এবং সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানি ভূখণ্ড রক্ষার সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছে কমিটি। 

এছাড়া বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের জবাবদিহিতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। পাশাপাশি দেশের জনগণের ক্ষতি বা ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow