মিরপুরে তাসকিন ও নাহিদ রানাদের প্রসংশায় ভাসালেন শাহিন আফ্রিদি
তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে প্রথমবার বিপিএল মাতাতে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তামিম-মুশফিকদের সঙ্গে শনিবার (২৮ ডিসেম্বর) অনুশীলনও করেছেন। বাংলাদেশের পেস বোলিং ইউনিটে মুগ্ধ শাহিন। আলাদা করে তাসকিন আহমেদ ও নাহিদ রানার প্রসংশা করেছেন এ বাঁ হাতি স্পিডস্টার। কথা বলেছেন শ্বশুর শহিদ আফ্রিদিকে নিয়েও।
হোম অব ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি! এবারের বিপিএলে সবচেয়ে বড় তারকা। তামিমের চাওয়াতে ফরচুন বরিশালে পাকিস্তান পেসার। খেলবেন ৫ ম্যাচ। মাঠে এসে সতীর্থদের খোঁজ খবর তো বটে আড্ডায় মাতেন স্বদেশি ফাহিম আশরাফের সঙ্গেও।
নেটে বল হাতে আগুনে আফ্রিদি! দেখে মনে হতে পারে টি টোয়েন্টি নয় টেস্টের অনুশীলন। মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহ জুড়ে পাক পেসার। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু।
ফরচুন বরিশালের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি বলেন, সত্যি বলতে আমি বড় তারকা না। বরিশাল দলে জাতীয় দলের ক্রিকেটাররা আছেন। তামিম-মাহমুদউল্লাহরা খেলবেন তারাই বড় তারকা। আমি সাধারণ ক্রিকেটার।
ঢাকায় আসার আগের রাতেও শ্বশুর শহিদ আফ্রিদির সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলেন শাহিন আফ্রিদি। এবারের বিপিএলেও শ্বশুর-জামাতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা। চট্টগ্রামের মেন্টর বুম বুম আফ্রিদি।
শাহিন শাহ আফ্রিদি আরও বলেন, ঢাকায় আসার আগে তার (শহিদ আফ্রিদি) সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলাম। ব্যাপারটা ভালো যে উনি খেলছেন না। আশা করি তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে শিখতে পারবেন।
নতুন বলে দুর্বার বাহাতি পেসার আফ্রিদি। টি-টোয়েন্টিতে প্রথম ওভারে নিয়েছেন ৪৬ উইকেট। আর এক উইকেটে পেলে ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখলে নেবেন। অবশ্য রেকর্ডের চাইতেও তার কাছে গুরুত্বপূর্ণ দলের জয়।
ফরচুন বরিশালের এ পাক পেসার আরও বলেন, আমার পরিকল্পনা সহজাত। ব্যাটার হিসেবে নামলে বোলারকে অ্যাটাক করা, আর বোলিংয়ে এলে ব্যাটারকে ছত্রভঙ্গ করে দেয়া। মিডলঅর্ডার নতুন বল সহজে খেলতে পারে না। তাই নতুন বলে উইকেট নেয়াই মূল লক্ষ্য থাকে।
এবছর পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টাইগার পেস ইউনিট মনে ধরেছে শাহিনের। বিশেষ করে তরুণ নাহিদ রানা।
শাহিন শাহ আফ্রিদি আরও বলেন, বাংলাদেশের এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। নাহিদ রানা অনেক ভালো করছে। উচ্চতা অনেক, গতিও অনেক। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে। যারা লাল বলের ক্রিকেটটাও খেলবে।
প্রথমবার বিপিএলের খেলার অপেক্ষায় রোমাঞ্চিত আফ্রিদি। সে অভিজ্ঞতা নেয়ার পরই তুলনা করতে চান পিএসএলের সঙ্গে।
What's Your Reaction?