শ্রীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

Mar 23, 2025 - 23:14
 0  16
শ্রীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
ছবি : সংগৃহীত

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে শাহরিয়ার এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিশ্বব্যাংকের অর্থায়নে শ্রীপুর পৌরসভার রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থের মোট ২ কোটি ১২ লক্ষ ৪ হাজার ৫৭ টাকা নির্ধারিত মূল্যে ১৭০০ মিটার কারপেটিং রাস্তার কাজ পেয়েছে শাহরিয়ার এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
 
পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে আনসার রোড অভিমুখী মোট ১৭শ মিটার রাস্তার কাজে চলছে ব্যাপক অনিয়ম। ১২ ফিট প্রস্থের এই রাস্তাটিতে ব্যবহার করা হচ্ছে নিন্মমানের ইটের খোয়া ও বালি।

ঠিকাদারী প্রতিষ্ঠানটির কাজ নিন্মমানের হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও ভালো কাজের প্রত্যাশা করছেন পৌরসভার সাধারণ  নাগরিকরা।

ঠিকাদারী প্রতিষ্ঠান শাহরিয়ার এন্টারপ্রাইজের মাঠ সুপারভাইজার শেখর জানান, প্রকল্পের মোট বরাদ্দের অর্থের ৩০% সরকারি বিভিন্নভাবে খরচ হয়ে যায়। এরপরও পৌরসভার উপ-সহকারী ইঞ্জিনিয়ার হারুন সাহেবকে ২০ হাজার, পৌরসভার এক্সচেঞ্জকে ২০ হাজার পিডিকে ২০ হাজার, এভাবে প্রত্যেকটা দপ্তরে টাকা দিতে হয়। এভাবে বিভিন্ন দপ্তরে টাকা দিয়ে পরে আর ভালোভাবে কাজ করা সম্ভব হয় না।

পৌর উপ-সহকারী হারুন অর রশিদ টাকার বিষয়টি অস্বীকার করে দায় সারা বক্তব্য দিয়ে এড়িয়ে যাচ্ছেন বিষয়গুলি। এবিষয়ে এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও কোন লাভ হচ্ছে না। নিম্নমানের ইটা, খোয়া, বালি দিয়ে কাজ না করার নির্দেশ দিলও কর্ণপাত করছে না ঠিকাদারী প্রতিষ্ঠান।

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদ আক্তার জানান, যেসব নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে সেগুলি অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নিম্নমানের খোয়া ব্যবহার করার কোন সুযোগ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow