সাভারে পৃথক স্থান থেকে ২ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মনির মন্ডল, সাভার
সাভারে পৃথক স্থান থেকে দুই জন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার (১২ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী ও সিএন্ডবি এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার কেপিআই ভুক্ত এলাকা বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশের বাম চোখে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে।
অপরদিকে মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে আরো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। অটোরিকশা ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ গেছে দুই অজ্ঞাত ব্যক্তির।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, পুলিশ খবর পেয়ে দুটি স্থান থেকে দুটি যুবকদের মৃতদেহ উদ্ধার করে। দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে। এছাড়াও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।
What's Your Reaction?






