হাসিনাকে আর হজম করতে পারছে না ভারত : বিএনপি নেতা দুলু
শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ভারত এখন আর হজম করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
এসময় বিএনপি নেতা দুলু বলেন, ‘এই ১৫ বছর শেখ হাসিনা যে অন্যায়, যে অবিচার বাংলাদেশের মাটিতে করেছে, যে লুটপাট করেছে, লুটপাটের সহযোগিতা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত করেছে। সেই ভারত এখন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে হজম করতে পারছে না। এখন শেখ হাসিনা পচে এমন গন্ধ শুরু হয়েছে, সেই গন্ধ এখন বমিও করতে পারছে না। এখন ভারতে মিডিয়া লেগে পড়েছে কীভাবে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায়।’
জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য ও দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।
What's Your Reaction?